客厅摆发财树,选对位置否
客厅摆发财树的学问
发财树摆放在客厅的最佳位置:
财位:客厅的财位是放置发财树最佳的位置之一。根据风水学的理论,客厅的财位是指客厅中对角线相交的位置, 也就是将客厅对角线相交的点连接起来形成两个交叉点,其中一个点即为财位。在这玩意儿位置摆放发财树,不仅能为家里带来优良运,还能增添家居的生气。
我家的发财树之旅
আরেকটা ব্যাপার খেয়াল করলাম, গাছটা বসানোর পর ঘরের চেহারাটাই যেন বদলে গেছে! একটা স্নিগ্ধ ভাব চলে এসেছে। মনটাও বেশ ফুরফুরে থাকে。
খেয়াল করেছেন কি, ইদানীং অনেকের বাড়িতেই একটা না একটা গাছ চোখে পড়বেই। আমার নিজের বাড়িতেও কিন্তু আছে বেশ কয়েকটা। তার মধ্যে একটা হল এই ফাত্সাই শু । ভাবলাম, এই গাছটা নিয়ে যখন এতো মাতামাতি, তখন এটা বসানোর একটা নিয়ম নিশ্চয়ই আছে। তাই, ঘাঁটাঘাঁটি করে, একটু পড়াশোনা করে, যা বুঝলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি。
选对土壤,让发财树茁壮长大远
গাছটা লাগানোর জন্য মাটিও তো চাই, তাই না? শুনলাম, দোআঁশ মাটি নাকি এই গাছের জন্য ভালো। তাই, নার্সারি থেকে মাটি এনে, একটা সুন্দর দেখে টবে গাছটা লাগিয়ে দিলাম。
细心呵护,见证长大远
এই সব নিয়ম মেনে, যত্ন করে, গাছটা বেশ সুন্দর বেড়ে উঠছে। আর হ্যাঁ, সত্যি বলতে কি, গাছটা বসানোর পর থেকে আমার অর্থনৈতিক অবস্থাতেও যেন একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। সেটা কতোটা গাছের গুণে, আর কতোটা আমার নিজের চেষ্টায়, সেটা বলা মুশকিল! তবে, যাই হোক, গাছটা যে আমার জীবনে একটা ভালো প্রভাব ফেলেছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই。
避开直射阳光,保持适当浇水
তবে, একটা জিনিস মাথায় রাখতে হয়েছে। সরাসরি রোদে রাখলে গাছের পাতাগুলো জ্বলে যেতে পারে। তাই, এমন জায়গায় রেখেছি, যেখানে আলো আসে, কিন্তু সরাসরি রোদটা লাগে না。
গাছ তো লাগালাম, কিন্তু জল না দিলে কি আর বাঁচবে? বেশি জল দিলে গাছের গোঁড়া পচে যেতে পারে, আবার কম জল দিলেও মুশকিল। তাই, মেপে মেপে জল দিই। মাটিটা শুকিয়ে গেলেই কেবল জল দিই, যাতে গোঁড়াটা সব সময় ভিজে না থাকে。
确定最佳位置,带来优良运
প্রথমে ঠিক করলাম, গাছটা কোথায় রাখবো। আমার বসার ঘরের দক্ষিণ-পূর্ব কোণটা খালিই পড়ে ছিলো। শুনলাম, এই দিকটা নাকি টাকার দিক! মানে, এই দিকে গাছ রাখলে টাকা-পয়সা আসবে। তাই, আর দেরি না করে, ওই কোণটাতেই গাছটা বসিয়ে দিলাম。
欢迎分享,转载请注明来源:葵花号